মনির আহমেদ/শাহ নুরুল আলম:
২০১৩ সালের ২৭ নভেম্বর থেকে গত ছয় বছর নিখোঁজ থাকা লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি সাইফুল ইসলাম হিরু ও পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে হৃদয় নিংড়ানো ভালবাসা দিয়ে স্মরণ করল লাকসামের বিএনপি নেতা-কর্মীরা। লাকসাম বিএনপির জনপ্রিয় এই দুই শীর্ষনেতার সন্ধান, মুক্তি ও তাদের ভাগ্যে সর্বশেষ কি পরিনতি হয়েছে তা জানার দাবিতে গত ২/৩ দিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব বৃহত্তর লাকসামের বিএনপি নেতা-কর্মীরা। বিশেষ করে এই দুই নেতার দীর্ঘ সময় নিখোঁজ থাকা নিয়ে পৌরসভা বিএনপি নেতা মনির আহমেদ নির্মিত একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ফেইসবুকে স্টাটাস দিয়ে হিরু-হুমায়ুনের ভক্ত বিএনপি নেতাকর্মীরা অনেকেই অঝোরে কেঁদেছেন। হিরু-হুমায়ুন মুক্তি পরিষদের উদ্যোগে পোষ্টার ও ক্যালেন্ডার লাগানো হয়েছে সমগ্র লাকসাম শহরে। দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, জেলা শহর কুমিল্লা ও স্থানীয় সংবাদপত্রে লাকসাম বিএনপির শীর্ষ দুই নেতার দীর্ঘ ছয় বছর নিখোঁজ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
হিরু-হুমায়ুনের পারিবারিক উদ্যোগেও নানান কর্মসুচী পালিত হয়েছে। বুধবার হিরু-হুমায়ুন মুক্তি পরিষদের উদ্যোগে লাকসামের প্রাণকেন্দ্র গোলবাজার জামে মসজিদে বাদ আছর তাদের সন্ধান, সুস্থতা এবং মুক্তি কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মিলাদ মাহফিল শেষে স্বল্পতম সময়ের একটি ঝটিকা মানববন্ধনও করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট চিকিৎসক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির, সাবেক সাধারন সম্পাদক তাজুল ইসলাম খোকন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নুর নবী, যুগ্ন-সম্পাদক আহসান উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম, বিএনপি নেতা মনির আহমেদ, ছলিম উল্লাহ, বেলায়েত হোসেন, মোহাম্মদ খাজা, উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক, ছেলে শাহরিয়ার কবির রাতুল, পৌর যুবদলের সাবেক সভাপতি জিল্লুর রহমান ফারুক, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক বিশ্বতম সাহা বিশু, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুল মোমেন লিটন, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফারুক হোসেন, সাবেক সাধারন সম্পাদক মাহবুবুল হক মনু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ফখরুজ্জামান পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাইনুদ্দিন সাকিব, সাবেক যুগ্ন-সম্পাদক আলী হোসেন, উপজেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান রনি, পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক আলী হায়দার মামুন, সাংগঠনিক সম্পাদক সাইমুন রহমান রকি, ছাত্রদল নেতা মাহফুজুর রহমান ফয়সল, ন.ফ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ হোসেন, আলাউদ্দিন সুমন, তারেক প্রমুখ।