স্টাফ রিপোর্টার: লাকসামে ভিক্টোরি অফ হিউমিনিটি অর্গানাইজেশনের মানবিকতায় মাসুম নামে এক শিশু চার মাস পরে মায়ের কোলে ফিরেছে। ব্যতিক্রমী এ কাজের জন্য ভিক্টোরি অফ হিউমিনিটি অর্গানাইজেশনের সদস্যরা প্রশংসিত হয়েছেন।
জানা যায়, লাকসাম উপজেলার ৪নং কান্দিরপাড় ইউনিয়নের অশ্বতলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ মাসুম গত ৪ মাস আগে লাকসাম থেকে হারিয়ে যায়। ছেলেটির ভাষ্যমতে, প্রথমে সে ট্রেন থেকে এয়ারপোর্ট স্টেশন নেমে পড়ে। পরে এয়ারপোর্ট পুলিশ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রে প্রেরণ করে। সেখানে ১ মাস থাকার পর ওকে ময়মনসিংহ ধলা আশ্রয়কেন্দ্রে প্রেরণ করা হয়।
গত ২৪ নভেম্বর ওখানকার একজন আনসার সদস্য ফেসবুক পরিচয়ের সূত্র ধরে ভিক্টোরি অফ হিউমিনিটি কাজী সাদ্দামকে ছেলেটির ছবি এবং তথ্য পাঠায়। পরে ভিক্টোরি অফ হিউমিনিটি অর্গানাইজেশন পরিবার ছেলেটির স্বজনদের খুঁজে বের করে। এরপর থানায় জিডির মূল কপি, চেয়ারম্যান সার্টিফিকেট এর মূল কপি, জন্ম-নিবন্ধন কপি, বাবা-মায়ের জাতীয় পরিচয় পত্রের মূল কপি নিয়ে তার পরিবার সহ ময়মনসিংহ ধলা আশ্রয়কেন্দ্রে যায়। এরপর সেখান থেকে সম্প্রতি সে ফিরে আসে তার মায়ের কোলে।
ভিক্টোরি অফ হিউমিনিটি এর সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী, সংগঠনের অন্যতম সদস্য এস.আই সুজন, কাজী সাদ্দামের নেতৃত্বে সংগঠনের নেতৃত্ব মাসুমের পরিবারের দেখা করে করে। তারা মাসুমকে বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য পরামর্শ দেয়। এসময় তার পরিবার ভিক্টোরি অফ হিউমিনিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।