স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে শিল্প সংযোগ প্রত্যাশী আবেদনকারীদের সাথে কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তর মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (কারিগরি) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী, সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মহিউদ্দিন, প্রকৌশলী মো. মজিবুল হক প্রমুখ। সভায় অর্ধশতাধিক সংযোগ প্রত্যাশী ও গ্রাহকসহ পল্লী বিদুতের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় শিল্প সংযোগ প্রত্যাশীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী।
সেবা প্রত্যাশী এবং পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদেরকে দুর্নীতি ও বিদ্যুতের অপব্যয় রোধে আহবান জানিয়ে তিনি বলেন, ‘সংযোগ প্রাপ্তি আপনাদের অধিকার। এ ক্ষেত্রে অনৈতিক আর্থিক লেনদেন থেকে বিরত থাকবেন। সংযোগ প্রদানের ক্ষেত্রে কেউ ঘুষ চাইলে সরাসরি আমাকে অবগত করবেন। শতভাগ বিদ্যুতায়নে বর্তমান সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।’