ইমরান হোসেন সোহাগ: কুমিল্লার মনোহরগঞ্জে কৃষি প্রণোদনার আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে শনিবার উপজেলা পরিষদ চত্ত্বরে সাড়ে ৩’শ কৃষককে বিনামূল্যে সরিষা, গম, ভূট্টা, মুগডাল বীজ ও সার বিতরন করা হয়। এ প্রণোদনার আওতায় ১শ জন কৃষককে ১ কেজি সরিষা বীজ ও ৩০ কেজি সার, ১শ জন কৃষককে ২ কেজি ভূট্টা বীজ ও ৩০ কেজি সার এবং ৫০ জন কৃষককে ২০ কেজি গমের বীজ ও ৩০ কেজি সার এবং ১’শ জন কৃষককে শীত ও গৃষ্মকালীন মুগডালের বীজ ও ২০ কেজি সার প্রদান করা হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহানুর ইসলাম প্রমূখ।
এ সময় ইউপি চেয়ারম্যান, মেম্বারসহ কৃষকরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাহানুর ইসলাম জানান, এ প্রণোদনার পাশাপাশি অতিশীঘ্রই আরো ১শ’ জন কৃষক শীত ও গৃষ্মকালীন মুগডালের বীজ পাবে এবং জন প্রতি ৩০ কেজি করে সার পাবে।