কেফায়েত উল্লাহ মিয়াজী: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মাহিনী জামিয়া ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসায় আজ মঙ্গলবার ও আগমীকাল বুধবার ১৯তম বার্ষিক বড় সভা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রথম দিন ওয়াজ করবেন কুমিল্লা বটগ্রাম মাদ্রাসার মুহতামিম মুফতি নুরুল হক (দা: বা:) ফেনী হুসাইনিয়া মাদ্রাসার মুহাদ্দিস আবুল কাশেম। দ্বিতীয় দিন ওয়াজ করবেন উজানী মাদ্রাসার মুহতামিম ও উজানির পীর মাহবুবে ইলাহী, বরগুনার কুলাইচর ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম শাহ মুহাম্মদ আব্দুল্লাহ আস্সাবেরীসহ বহু ওলামায়ে কেরাম ওয়াজ করবেন। উক্ত মাহফিলে সকলের দ্বীনি দাওয়াত রইলো।