ফারুক আল শারাহ: জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে বর্ণিল সাজে সাজানো হচ্ছে। এছাড়াও, লাকসামে প্রায় ৪১ কোটি টাকা ব্যয়ে দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকে ঘিরে সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।
জানা যায়, আগামী ৬ ডিসেম্বর শুক্রবার ২৮ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে লাকসামে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ ‘বঙ্গবন্ধু পৌর অডিটরিয়াম’ এবং ১২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ‘লাকসাম মডেল মসজিদ’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। পরদিন ৭ ডিসেম্বর শনিবার বিকেলে মন্ত্রী লাকসাম স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধন করবেন। এসব কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লা জেলা ও লাকসাম উপজেলা প্রশাসন এবং লাকসাম পৌরসভার উদ্যোগে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। বর্ণিল সাজে সাজানো হচ্ছে লাকসাম স্টেডিয়ামকে। জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টকে সামনে রেখে কুমিল্লার দাউদকান্দি থেকে লাকসাম পর্যন্ত মহাসড়কের পাশে বিপুল পরিমাণে সাইনবোর্ড, ব্যানার ও পেস্টুন লাগানো হচ্ছে।
গতকাল মঙ্গলবার লাকসাম উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে এসব বিষয়ে বিস্তারিত তুলে ধরেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের ও উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, সাবেক সভাপতি আবদুল কুদ্দুস, নকশী বার্তা সম্পাদক দলিলুর রহমান মানিক, লাকসাম বার্তা ভারপ্রাপ্ত সম্পাদক তোফায়েল আহমেদ, সময়ের দর্পণ নির্বাহী সম্পাদক ফারুক আল শারাহ, সমকাল প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, যুগান্তর প্রতিনিধি এম.এ মান্নান, নয়াদিগন্ত প্রতিনিধি মিজানুর রশিদ, সাংবাদিক মশিউর রহমান সেলিম, জাফর আহমেদ, কামাল হোসেন, শহিদুল ইসলাম শাহীন, আবুল কালাম, এম.এস.আই জসিম, চন্দন সাহা, মোজাম্মেল হক আলম, মাসুদুর রহমান, শাহ নরুল আলম, আব্দুর রহিম, সেলিম চৌধুরী হিরা, আমজাদ হাফিজ, আহমেদ তমিজ উদ্দিন চুন্নু, দেবব্রত পাল বাপ্পী, জাকির মামুন প্রমূখ।
লাকসামে জনগুরুত্বপূর্ণ দু’টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন হওয়ার সংবাদে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ খুবই খুশি। এসব উন্নয়নের মাধ্যমে লাকসাম পৌরসভাকে স্মার্ট সিটি রূপান্তরের যে স্বপ্ন তা একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা।
এদিকে, লাকসাম স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে লাকসাম, সদর দক্ষিণ, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, আদর্শ সদর, মনোহরগঞ্জ, বরুড়া, লালমাই উপজেলা, সিটি কর্পোরেশন ও বুড়িচং উপজেলা দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী ম্যাচে লাকসাম বনাম সদর দক্ষিণ উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।