‘শুভ কাজে, সবার পাশে’ এই আদর্শকে লালল করে বেড়ে ওঠা সংগঠনটির নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে আজ বুধবার নাঙ্গলকোট বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রাঙ্গনে বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর মজুমদার জাকির, সিনিয়র শিক্ষক রেজাউল করিম মজুমদার, কালের কণ্ঠের নাঙ্গলকোট উপজেলা প্রতিনিধি মাঈন উদ্দিন দুলাল, সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, পৌর ছাত্রলীগ সভাপতি সোহাগ, শুভসংঘের উপজেলা সভাপতি এ কে এম মারুফ হোসেন, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সহ-সভাপতি মো. বেলাল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মীর সাহাবুদ্দীন, শরীফ আহম্মেদ, সদস্য মহি উদ্দিন মহিন, শিক্ষক ইসরাফিল মোল্লাসহ বিদ্যালয়ে শিক্ষার্থীরা।
শিক্ষা উপকরণ বিতরণের আগে ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে গণসচেনতামূলক সংক্ষিপ্ত বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু জাফর মজুমদার জাকির বলেন, কালের কণ্ঠের পাঠক সংগঠন শুভসংঘের বন্ধুরা সারা দেশে প্রতি বছর বজ্রপাত নিরোধক তালগাছের চারা রোপন, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, জঙ্গি ও অসহায় ছাত্রদের সহযোগিতাসহ নানা ধরনে কর্মসূচি পালন করেন। তার ধারাবাহিকতায় আমাদের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করাতে তাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি ভবিষ্যতে আরো ভালো কাজ করার জন্য উৎসাহ দেই।