স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে বীরমুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার (৭২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বুধবার লাকসাম এ. মালেক ইন্সটিটিউট মাঠে মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে রেলওয়ে কবরস্থানে দাফন করা হয়। মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার লাকসাম পৌরসভার বড়তুপা গ্রামে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একমাত্র পুত্র ও দু’কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজায় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, মরহুমের ছোট ভাই বীরমুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার আবুল হোসেন ননী, মুক্তিযোদ্ধা মনোহর আলী তোতা, অহিদুর রহমান, মমতাজ উদ্দিন, আইয়ুব আলী প্রমুখ।