ফারুক আল শারাহ: কুমিল্লার মনোহরগঞ্জে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এক তরুণ (১৮)। ওই তরুণের বাড়ি উপজেলার সরসপুর গ্রামে। অনিক চন্দ্র দাস নিজের পছন্দে পরিবর্তিত নাম রেখেছেন মো. আনাস। নোটারী পাবলিক এর মাধ্যমে এফিডেভিট করে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সে ওই গ্রামের নেপাল চন্দ্র দাস ও স্বরসতী রাণী দাসের ছেলে।
ধর্মান্তরিত মো. আনাস জানান, আমি একজন প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন স্বাভাবিক পুরুষ। আমি পড়ালেখা করতে গিয়ে এবং বিভিন্ন ইসলামিক স্কলারদের বক্তব্য শুনে ইসলাম ধর্মের মহান আদর্শ হযরত মুহাম্মদ (সা.) এর প্রদর্শিত পথ এবং অন্যান্য আচার অনুষ্ঠান ও নিয়মাবলির প্রতি আকৃষ্ট হয়ে সনাতন ধর্ম পরিত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি।
এদিকে, ইসলাম ধর্ম গ্রহণের পর মো. আনাস এর চালচলনে পরিবর্তন এসেছে। শরীরে পাঞ্জাবি ও কটি এবং মাথায় পাগড়ি পরিহিত অবস্থায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে সে সনাতন ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরেন। তার বাবা-মাও যেন ইসলাম ধর্ম গ্রহণ করে এজন্য এজন্য সে সকলের দোয়া কামনা করে।