ফারুক আল শারাহ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেছেন, আমরা হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়াকে উন্নত দেশ হিসেবে জানি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন। গতকাল শুক্রবার লাকসামে ‘বঙ্গবন্ধু পৌর কমিউনিটি সেন্টার’ এবং ‘লাকসাম মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে’র নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, স্ব স্ব অবস্থান থেকে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। কেউ কোন ধরনের অপরাধের সাথে জড়িত হলে কোন ছাড় দেয়া হবেনা। বর্তমান সরকার উন্নয়নবান্ধব সরকার। মানুষ যেন উন্নয়নের সুফল পায়- এলক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। উন্নয়নে পরিবর্তন আনা হয়েছে। অবকাঠামো উন্নয়ন যেন স্থায়ী হয়- এ লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
মন্ত্রী বলেন, আমাকে নির্বাচনী এলাকার জনগণ চারবারের মতো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। যতবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছি ততবরাই প্রধানমন্ত্রী আমাকে কোন না কোন দায়িত্ব দিয়েছেন। একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় হিসেবে পরিচিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীর নিকট আমি কৃতজ্ঞ। মন্ত্রী হিসেবে গত ১১ মাস আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের চেষ্টা করেছি।
লাকসামের ঐতিহ্য তুলে ধরে মন্ত্রী বলেন, লাকসাম জেলা সমতুল্য একটি উপজেলা। এখানে শিল্পকারখানা রয়েছে। এখনাককার মানুষের উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন উন্নয়ন বাস্তবায়ন হচ্ছে। সামগ্রিক উন্নয়নের মাধ্যমে লাকসামকে স্মার্ট সিটিতে রূপান্তর করা হবে।
লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম বার পিপিএম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. ইউনুছ ভূঁইয়া, ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর আওয়ামীলীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা, আওয়ামী লীগ নেতা লায়ন এনায়েত উল্লাহ এফসিএ, লাকসাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পড়শী সাহা, লাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক ডা. রাজীব কুমার সাহা, পৌর কাউন্সিলর বাহার উদ্দিন বাহার, আবদুল আলিম দিদার, শাহ আলম, শাহজাহান মজুমদার, মোহাম্মদ উল্লাহ, ওমর আলী, খলিলুর রহমান, গোলাম কিবরিয়া সুমন, আফতাব উল্লা চৌধুরী ঝন্টু, উপজেলা যুবলীগ যুগ্ম-আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক, সদস্য মোঃ মনিরুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগ সদস্য মোঃ মনির হোসেন, আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদার, মাহবুব মোর্শেদ ফারুক, মাসুদ পারভেজ রনি, নিমাই সাহা, ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আবদুল কাদের শাহিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ শিহাব খান, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
ক্যাপশন: লাকসামে উন্নয়ন কাজ উদ্বোধকালে মোনাজাতরত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম সহ অন্যান্যরা।