ফারুক আল শারাহ: কুমিল্লার লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন লায়ন এনায়েত উল্লাহ এফসিএ। গতকাল শুক্রবার রাতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় তাকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়।
জানা যায়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রাষ্ট্রীয় কাজে নানা ব্যস্ততার কারণে লায়ন এনায়েত উল্লাহ এফসিএকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়।
লায়ন এনায়েত উল্লাহ এফসিএ একজন ব্যবসায়ী। তিনি ছাত্রজীবন থেকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত বর্তমান অবধি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন স্বচ্ছ ধারার রাজনীতিক। আওয়ামী রাজনীতিতে অবদান ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ তাকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নির্বাচিত করায় নেতা-কর্মীরা উজ্জীবিত।
লাকসাম উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লায়ন এনায়েত উল্লাহ এফসিএ বলেন, স্থানীয় পর্যায়ে আওয়ামী রাজনীতিকে সুশৃঙ্খল ও গতিশীল করতে আমি নিষ্ঠার সাথে কাজ করে যাব। এজন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া প্রত্যাশী।