কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়ন আওয়ামীলীগ নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে বাঙ্গড্ডা ফাজিল মাদ্রাসা মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত কমিটির ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর রশিদ মজুমদারের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ’লীগ কোষাধ্যক্ষ ও বঙ্গবন্ধু শেখ মুজিব টেকনিক্যাল এন্ড কমার্স কলেজ অধ্যক্ষ নুরুর রহমান।
ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক পেয়ার আহম্মদের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগ শ্রম বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আলী হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবলীগ সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম, ইউনিয়ন আ’লীগ সহ-সভাপতি শাহীন আলম, গাজিউল হক, মীরন মোল্লা, মিজানুর রহমান, হাজী খোরশেদ আলম, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন শাকিল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামীলীগ উপদেষ্টা আলহাজ্ব মাস্টার আবদুর রশিদ, কোষাধক্ষ দিলীপ মজুমদার।