স্টাফ রিপোর্টার: লাকসাম ভিক্টোরি অফ হিউমিনিটি’র মানবিকতায় স্বজনদের মাঝে ফিরেছে এতিম শিশু নাজিম (১১)। ২ বছর আগে সে তার নানার বাড়ি থেকে হারিয়ে যায়। সে দীর্ঘদিন থেকে ময়মনসিংহ ধলা আশ্রয়কেন্দ্র ছিল।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলার কালাচৌঁ গ্রামের দুলাল মিয়া ও নাছিমা বেগমের ছেলে নাজিম দুই বছর আগে হারিয়ে যায়। নাজিমের বাবা নেই। মা দ্বিতীয় বিয়ে করেছেন। নানার বাড়ি ছিল তার বেড়ে উঠার আপন ঠিকানা। প্রায় ২ বছর পূর্বে শিশু নাজিমের নানা পড়ালেখার জন্য বকাবকি করলে অভিমানে সে বাড়ি থেকে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও নাজিমকে পাওয়া যায়নি। সন্ধান নিশ্চিতের আশায় প্রতারক চক্রের খপ্পরে পড়ে তাদেরকে হয়রানির শিকার হতে হয়।
অবেশেষে ময়মনসিংহ ধলা আশ্রয়কেন্দ্র থেকে ভিক্টোরি অফ হিউমিনিটিকে বিষয়টি অবহিত করা হয়। এরপর থেকে নাজিমের সন্ধান নিশ্চিতে তৎপরতা চালায় সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পি, প্রচার সম্পাদক এস.আই.সুজন ও কাজী ইকবাল। তারা নাজিমের স্বজনদের খুঁজে বের করে নাজিমের সন্ধান নিশ্চিতের বিষয়টি অবহিত করে।
এরই সূত্র ধরে ভিক্টোরি অফ হিউমিনিটি অর্গানাইজেশনের মানবিকতায় সে ময়মনসিংহ ধলা আশ্রয়কেন্দ্র থেকে স্বজনদের মাঝে ফিরেছে। শিশু নাজিমকে দুই বছর পর ফিরে পেয়ে স্বজনরা আনন্দে উদ্বেলিত।
শিশু মাসুম ও নাজিমের পরিবার ভিক্টোরি অফ হিউমিনিটির মানবিকতায় তাদেরকে ফিরে পাওয়ায় সংগঠনটির সাথে সম্পৃক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।