ডেস্ক রিপোর্ট: পর্দা নামল সাউথ এশিয়ান গেমসের (এসএ) ১৩তম আসরের। মঙ্গলবার ছিল গেমসের দশম ও সমাপনী দিন। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয় এবারের আসরের।
এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি ১৯ স্বর্ণ, ৩৩ রুপা, ৯০ ব্রোঞ্জসহ মোট ১৪২ পদক। যা ছাড়িয়ে গেছে আগের ১২ আসরের সাফল্যকে।
বাংলাদেশের নিজেদের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণ, সর্বোচ্চ রুপা, সর্বোচ্চ ব্রোঞ্জসহ সর্বোচ্চ সংখ্যক পদক জয়ের রেকর্ড হয়েছে এবার। যদিও এই সাফল্যে সাত জাতির আসরে বাংলাদেশ সেরা তিনেও ঠাঁই পায়নি।
এবারের আসরে বাংলাদেশ সর্বাধিক ১০টি স্বর্ণ পদক পেয়েছে আর্চারি থেকে। এই ডিসিপ্লিনের সব কটি ইভেন্টের স্বর্ণই নিজেদের করে বাংলাদেশ। এ ছাড়া একটি ব্রোঞ্জসহ মোট ১১টি পদক এসেছে আর্চারি থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ ৩টি স্বর্ণ পদক এসেছে কারাতে থেকে। এ ছাড়া ভারোত্তলন ও ক্রিকেট (ছেলেদের ও মেয়েদের) থেকে এসেছে ২টি করে স্বর্ণ পদক। ১টি করে স্বর্ণ এসেছে তায়কোয়ান্দো ও ফেন্সিং থেকে।
ভারোত্তলন ও উশু থেকে এসেছে ১৩টি করে পদক। ভারোত্তলনে রয়েছে দুটি ব্যক্তিগত ইভেন্টের স্বর্ণ পদকও।
কোনো ধরনের পদকের দেখা পায়নি এমন ডিসিপ্লিনের সংখ্যা ৫টি। সেগুলো হলো- বাস্কেটবল, সাইক্লিং, স্কোয়াশ, টেনিস ও ভলিবল।
এবারের আসর নিয়ে বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজার বলেন, ‘আমি সত্যি খুব খুশি। প্রত্যাশা যা নিয়ে এসেছিলাম এর খুব কাছাকাছি গেছে। আমি খুব খুশি। কিন্তু কিছু কিছু ডিসিপ্লিন খারাপ করেছে। আমরা হতাশ হইনি। যে রুপা গুলো পেয়েছি এর মধ্যে সোনার প্রত্যাশা ছিল। এই রুপা গুলি যদি দেখেন গতবারের চেয়ে অনেক বেশি। ডাবল পেয়েছি। কিছুটা পয়েন্টের জন্য হেরেছি। যদি এগুলো সোনা হতো তাহলে আমাদের ভালো হতো।’