ডেস্ক রিপোর্ট: কারাবন্দি বেগম খালেদা জিয়ার অসুস্থতার প্রসঙ্গে বিএনপির আইনজীবীদের বক্তব্য শুনে বিভ্রান্ত না হওয়ার আহবান করে আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক মন্তব্য করেছেন বেগম জিয়া তেমন কোনো গুরুতর অসুস্থ নন এবং এই কারণেই তাঁর জামিন হয় নি। আইনমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত বাংলাদেশকে বিশ্বাস করে না। তাদের আইনজীবীদের বক্তৃতা শুনে ও ডাক্তারি রিপোর্ট দেখে আদালত খালেদা জিয়াকে জামিন দেওয়ার প্রয়োজন মনে করে নাই। তিনি তেমন কোনো গুরুতর অসুস্থ নন। এ কারণে তাকে জামিন দেয়নি’।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে আখাউড়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব বলেন। এ সময় উপস্থিত ছিলেন আইন সচিব গোলাম সারওয়ার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া, যুগ্ম আহ্বায়ক মো. সেলিম ভূইয়া, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়া হোসেন নয়ন প্রমুখ।