ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, মহান মুক্তিযুদ্ধে পুরুষের পাশাপাশি নারীরাও অসামান্য অবদান রাখেন। পুরুষের পাশাপাশি অনেক নারীও মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি তারা মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহায়তা করে দেশ স্বাধীনে অবদান রাখেন। মুক্তিযুদ্ধে নারীদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শহীদ আলীম চৌধুরীর কন্যা ডা. নুজহাত চৌধুরী, নারী সাংবাদিক লতিফা আনসারি রুনা প্রমুখ।