স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোট উপজেলার বৃহত্তর জোড্ডা ইউনিয়নের ঢাকায় অবস্থানরত পেশাজীবীদের এক সমাবেশ গত ১৩ ডিসেম্বর হোটেল ইম্পেরিয়ালে অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম।
বক্তব্যে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, সবার মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতা গড়ে তুলতে আজকের এই আয়োজন। দরিদ্র, অসহায়দের সহযোগিতা করতেই জোড্ডা ইউনিয়ন সমিতি। একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করব। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
জোড্ডা ইউনিয়ন সমিতির নবনির্বাচিত কমিটির সভাপতি নুরুল আফসারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুইয়া, আবদুল হক ভুইয়া, কর্নেল আজিজ আহমেদ (অব.), অধ্যাপক ওয়ালিউল্লাহ, এনামুল হক ভুইয়া, জহিরুল হক ভূঁইয়া মিঠু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান শিপন। একই সঙ্গে ঢাকাস্থ বৃহত্তর জোড্ডা ইউনিয়ন সমিতির নতুন কমিটির অভিষেক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।