এই মুহূর্তে বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় এক অভিনেত্রীর নাম জয়া আহসান। সেটা কেবল ঢালিউডে তা কিন্তু নয়, টলিউডেও যে তিনি তুমুল জনপ্রিয় সেটা যে কেউ স্বীকার করবেন। অভিনয়ের দক্ষতা নিয়ে কোনো সংশয় না থাকলেও জয়ার বয়স নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব রয়েছে ভক্তদের মাঝে।
উইকিপিডিয়ার তথ্য মতে, জয়ার বয়স এখন ৪৭ বছর ৪ মাস। কিন্তু নায়িকার দাবি, এই তথ্য সঠিক নয়। ”জয়ার বয়স নাকি ৩৭ বছরের একদিনও বেশি নয়”, ভারতের জনপ্রিয় বাংলা গণমাধ্যম আনন্দবাজার কাছে জয়া এমনটাই দাবি করেছেন। সেখানে তিনি জানান, বয়স নিয়ে উইকিপিডিয়ার তথ্য ভুল।
প্রতিবেদনে বলা হয়, সর্বত্রই দেখা তারকাদের উত্থান কুড়ির কোঠায়। বয়সের সঙ্গে সঙ্গে তাদের প্রোমোশন হয়েছে তন্বী কিশোরী থেকে মা-মাসির চরিত্রে। তবে জয়া ব্যতিক্রম! যা এতদিন অভাবনীয় ছিল এবার তাই হয়েছে। ৪৭ বা ৩৭ বছর যাই হোক না কেন এই মুহূর্তে বাংলার সবচেয়ে কাঙ্ক্ষিত মুখ জয়া আহসান-ই।