স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের সময়ে এক খোলা চিঠিতে সোহেল তাজ লিখেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে আমার বাবার রক্ত মিশে আছে এবং আওয়ামী লীগই আমার শেষ ঠিকানা। ভোল পাল্টান নি সময়ের এই জনপ্রিয় তরুণ নেতা। তিনি আবারও জানালেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণে সবসময় আওয়ামী লীগের পাশেই ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিলে প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের ছোট বোন কিশোরগঞ্জ-১ আসনের এমপি সৈয়দা জাকিয়া নূর লিপিকে সঙ্গে নিয়ে সম্মেলনস্থলে আসেন সোহেল তাজ।
সোহেল তাজ বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই আশা করি। আমাদের নেতৃত্ব যেন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে আমরা সেই প্রত্যাশাই রাখি। কমিটিতে আসছেন কিনা এমন প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি সবসময় দলের সঙ্গে ছিলাম এবং আছি, ভবিষ্যতেও থাকব। আমি এই কাউন্সিল অধিবেশনকে স্বাগত জানাই। বঙ্গবন্ধুর সেই সোনার বাংলা, যে সোনার বাংলার জন্য ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, সেই বাংলাদেশকে যেন সোনার বাংলায় রূপান্তরিত করতে পারি। নতুন কমিটির মাধ্যমে সেই পথটি যেন আরো সুগম হয় সেই প্রত্যাশার কথাও জানান তিনি।