স্টাফ রিপোর্টার:
কুমিল্লার নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ কলেজের অধ্যক্ষ মীর জাহাঙ্গীর হোসেন কর্তৃক এক চাকরি প্রার্থীকে আবেদন প্রত্যাহার ও হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে স্থাণীয় গণমাধ্যম কর্মীরা ওই অধ্যক্ষের বক্তব্য জানতে চাইলে ‘সাংবাদিকরা তার কিছুই করতে পারবে না’ বলে তিনি দম্ভোক্তি করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ঢালুয়া ইউনিয়নের চিওড়া গ্রামের সিরাজুল হকের ছেলে সালাহ উদ্দিন পত্রিকার মাধ্যমে বিজ্ঞপ্তি পেয়ে কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার পদের প্রার্থী হিসেবে আবেদন করেন। আবেদন করার পর থেকে অধ্যক্ষ তাকে আবেদন প্রত্যাহার করার জন্য মোবাইল ফোনে হুমকি দেয়। একপর্যায়ে তাকে অফিসে ডেকে নিয়ে আবেদন প্রত্যাহার করতে বলেন। প্রত্যাহার না করলে তাকে জীবননাশের হুমকি দেন।
এ ঘটনায় সালাহ উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে অধ্যক্ষের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করার পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
ওই অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে স্থাণীয় গণমাধ্যম কর্মীরা এ বিষয়ে বক্তব্য জানতে হোমনাবাদ আদর্শ কলেজের অধ্যক্ষ মীর জাহাঙ্গীর আলমের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘নিউজ করেন আর যা করেন, সাংবাদিকরা আমার কিছুই করতে পারবে না’।
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।