ডেস্ক রিপোর্ট: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, সবাই চাইলে ইভিএমে নির্বাচন করব না।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রসঙ্গে নির্বাচনী কর্মকর্তাদের সিইসি বলেন, ‘আপনারা অনেকে ইভিএমে নির্বাচন করেছেন। ইভিএম নির্বাচন পরিচালনায় কোনো অসুবিধা দেখিনি। এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। ইভিএম নিয়ে সন্দেহ থাকলে আমাদের বলবেন। যদি সবাই বলেন, এটা দিয়ে ভালোভাবে নির্বাচন পরিচালনা করা যায় না, তাহলে করব না।’
‘প্রত্যেকের সঙ্গে সমান আচরণ করতে হবে। প্রত্যেকের কথা ধৈর্য ধরে শুনতে হবে। বাস্তব প্রেক্ষাপটে কী আছে সেটা দেখতে হবে। যা দেখবেন সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। সমস্যা হলে ব্যবস্থা নেবেন।’
জাতীয় নির্বাচনসহ বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা উল্লেখ করে সিইসি বলেন, ‘আমরা সুফল পেয়েছি, তাই ধরে রেখেছি। ভোটাররা যেন তার অধিকার প্রয়োগ করতে পারেন। তারা যেন পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন।’
তিনি বেলন, ‘ঢাকা সিটি নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক।’
সিইসি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে সবার নজর থাকে। তাই নির্বাচন পরিচালনা ও দায়িত্ব পালনে সাহসী ভূমিকা রাখতে হবে। নির্বাচনী দায়িত্ব পালনের সময় দল, মত, আদর্শের প্রতি দুর্বলতা থাকতে পারে না। আমরা নির্বাচনটা অত্যন্ত সিরিয়াসলি দেখতে চাই।’
এ সময় অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির সিনিয়র সচিব মো. আলমগীর উপস্থিত ছিলেন।