স্টাফ রিপোর্টার: সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা মজুমদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। তিনি নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের চাটিতলা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকাস্থ নাঙ্গলকোট সমিতি ও চাটিতলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
সাবেক অতিরিক্ত সচিব গোলাম মাওলা মজুমদারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকীতে এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করা হয়।
উল্লেখ্য- সংস্থাপন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মাওলা মজুমদার ২০১৩ সালের ২৪ ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ক্যাপশন: সাবেক অতিরিক্ত সচিব গোলাম মাওলা মজুমদার।