স্টাফ রিপোর্টার: লাকসামে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়ার পর এবার তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ‘মানবতার তরে মানবপ্রেমী’ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার কৃষ্ণপুর আশ্রয়ন প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুরা শীতবস্ত্র পেয়ে আনন্দে মেতে উঠে। মুহুর্তের মধ্যে তাদের মলিন মুখে দেখা দেয় হাসির ঝিলিক।
মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের প্রধান উপদেষ্টা অ্যাড. রফিকুল ইসলাম হিরা পরামর্শক্রমে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা শহীদুল ইসলাম শাহীন, সাংবাদিক জাফর আহমেদ, সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান আরিফ, সাংগঠনিক সম্পাদক সালেহুদ্দীন শিহাব, সহ সাংগঠনিক মাহমুদুল হাসান জয় ও ইমরার হোসেন রাসেল, কোষাধ্যক্ষ মারিয়া নুরজাহান ভুঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক আঞ্জুমান আরা ইতি, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কোটবাড়ি টিম সমন্বয়ক রনি, নাঙ্গলকোট টিম সমন্বয়ক জান্নাতুল ফেরদাউস, সদস্য শিমুল, সোহাগ, ফয়সাল মিয়াজি, আরমান, শহিদ, জীবন, বিল্লাল, আফরোজা, আশিক প্রমূখ।
মানবতার তরে মানবপ্রেমী সংগঠনের উদ্যোগে ওই আশ্রয়ন প্রকল্পের প্রায় শ’খানেক সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষা অর্জনের পথ সুগম করতে ‘আলোর পাঠশালা’ নামে ব্যতিক্রমী স্কুল চালু করেছে। প্রচন্ড শীতে সুবিধাবঞ্চিত শিশুগুলো যখন কাতর তখন তাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে ওই সংগঠনটি মানবিকতায় আবারো অনন্য দৃষ্টান্ত দেখালো।