সোহরাব হোসেন: নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভারপাপ্ত নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সামছুদ্দিন কালু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল খায়ের আবু, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক আবু হানিফ, কলিমুল্লাহ, শহিদুল্লাহ মজুমদার স্বপন, ফখরুলসহ নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দীন এর সার্বিক তত্বাধানে শিক্ষক আবু ইউছুফ,আবদুল হালিম ও নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষকগণের সার্বিক পরিচালনায় কীড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণী কার্যক্রম সম্পন্ন হয়।