স্টাফ রিপোর্টার: লাকসামে একটি সেতুর অভাবে শিক্ষার্থী ও এলাকাবাসীর আক্ষেপ ছিল দীর্ঘদিনের। অবশেষে সেই সেতু নির্মাণের মাধ্যমে আক্ষেপ গুছতে যাচ্ছে। পূরণ হচ্ছে শিক্ষার্থী ও এলাকাবাসীর স্বপ্ন। জনদুর্ভোগ লাঘবে উপজেলার সালেপুর-কান্দিরপাড় সড়কের হাজারী খালের উপর সেতুর নির্মাণ কাজ চলছে দ্রুতগতিতে।
স্থানীয় সূত্রে জানা যায়, সালেপুর-কান্দিরপাড় সড়কটির হাজারী খালের ওপর দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি ছিল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর। অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই সড়টিতে একটি সেতুর অভাবে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীসহ এলাকাবাসীর দুর্ভোগের সীমা ছিলনা। এখন সেতুটি নির্মাণের ফলে তাদের দুর্দশা লাঘব হবে বলে জানান কান্দিরপাড় গ্রামের বাসিন্দা মো. গোলাম রহমান।
কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান মো. ওমর ফারুক জানান, বছরের পর বছর ওই সড়কের হাজারী খালের ওপর একটি সেতু নির্মাণ এলাকাবাসীর প্রাণের দাবি থাকলেও পূর্ববর্তী চেয়ারম্যানগণ তাতে কর্ণপাত করেননি। তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তাঁদের সেতু নির্মাণের দাবি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেন জানিয়ে বলেন, এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি’র নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় এই সেতুটি নির্মাণ করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের লাকসাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) দেবেশ চন্দ্র দাস জানান, সালেপুর-কান্দিরপাড় সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের হাজারী খালের ওপর ২০ফুট দৈর্ঘ্য এই সেতুটির জন্য ১৮ লাখ ২৬ হাজার ৯৯৪ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এম আলী এন্ড ট্রেডার্স সেতুটির নির্মাণ কাজ করছেন।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম জানান, সেতুতির নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলে এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।