শাহ নুরুল আলম: কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিমের সু-স্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার বাদ আছর স্থানীয় বিএনপির আয়োজনে লাকসাম গোলবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। সাবেক সংসদ সদস্য কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব তাজুল ইসলাম খোকন, যুগ্ম আহবায়ক শাহআলম, পৌর বিএনপির যগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব গোলাম ফারুক, বিএনপি নেতা মাষ্টার মোস্তফা কামাল, জিল্লুর রহমান ফারুক, শাহরিয়ার কবির রাতুল, রুহুল আমিন, যুবদল নেতা নুরুল মমিন লিটন, ফারুক আহমেদ, আজাদ হোসেন, আলী হোসেন, আবুল বাশার, শহিদুল ইসলাম মজনু চৌধুরী, জহিরুল ইসলাম, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা নাজমুল হাসান রনি, আলী হায়দার মামুন, আলাউদ্দিন সুমন ও তারেক আজিজসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিলাদে লাকসামের বিএনপির দুই শীর্ষ নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের সন্ধান এবং সদ্য সড়ক দুর্ঘটনায় আহত লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন চৌধুরী কাঞ্চনের সু-স্বাস্থ্য কামনা কামনায়ও দোয়া করা হয়।