স্টাফ রিপোর্টার: “জাগবে স্বপ্ন, বাঁচবে মানবতা”- এই স্লোগান নিয়ে কাজ করে যাওয়া সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “সানরাইজ সোশ্যাল ফাউন্ডেশন”-এর উদ্যোগে কুমিল্লা ইউনিটের ব্যবস্থাপনায় মর্ডান একাডেমি’র হলে মোঃ আফজাল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সার্জেন্ট অফিসার উপদেষ্টা শান্তময় দাশ, পায়েলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাঈনুদ্দীন,বিশিষ্ট দানবীর ও স্পেন প্রবাসী তোয়াহা পাটোয়ারী, মর্ডান একাডেমির প্রিন্সিপাল জনাব শামসুল হক ও গন্ডামারিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি হিরু জান্নাত সাথী, ধর্মবিষয়ক সম্পাদক খলিলুর রহমান, সহ-অর্থ সম্পাদক জয় খান, মহিলা বিষয়ক সম্পাদক তাহমিনা প্রিয়া, সহ-প্রচার সম্পাদক সালাউদ্দিন আহমেদ, কার্যকরী সদস্য জহিরুল ইসলাম, ইউনিট প্রধান সাজ্জাদুন নাঈম দুর্জয় (চট্টগ্রাম), ইয়াকুব আলী (চাদঁপুর), নাঈম ইসলাম, নোবেল মুহাম্মদ আরিফ ও তানভীর আহমেদ।
কম্বল বিতরণ কার্যক্রমে বক্তারা বলেন প্রতি বছরের তুলনায় এইবছরের শীতের প্রকোপ কিছুটা বেশী এবং সারাদেশ জুড়ে শৈত্যপ্রবাহ চলছে। বিশেষত গ্রামাঞ্চল গুলোতে শীতার্ত মানুষ গুলোর দুর্দশা ও কষ্ট অসহনীয়। আর এই কষ্টকে লাঘব করার জন্য সানরাইজ হাতে নিয়েছে শীতবস্ত্র বিতরণ প্রোজেক্ট। সানরাইজের মানবিক এই কার্যক্রম গুলোতে আপনিও এগিয়ে আসতে পারেন এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় হয়তো এই শীত হতে পারে শীতার্ত আসহায় মানুষগুলোর জন্য কিছুটা হলেও সহনীয়। উক্ত অনুষ্ঠানে গ্রামাঞ্চলের শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, রাকিবুল ইসলাম, তানভীর আহমেদ, আদনান সানী, উমর ফারুক রুবেল, রমজান আলী, শিপন হোসেন, মোঃ আবরারুল হক রোমান, মোজাম্মেল হোসেন, ফরহাদুজ্জামান, মোঃ সোহেল, নেয়ামত উল্লাহ ও হৃদয়।