হুমায়ুন কবির মানিক: কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী মিজান শাহ্ ইতালির বোলজানো প্রদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কুমিল্লা জজকোর্টের এ্যাসিস্টেন্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) নির্বাচিত হওয়ায় আনুষ্ঠানিক ভাবে তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ও লালমাই উপজেলা যুবলীগের যৌথ উদ্যোগে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক এম এ মোতালেবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বি কম। বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক আমিন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল হক মুন্সি, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, প্রফেসর হালিম আব্দুল্লাহ্ প্রমুখ।
বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মিজান শাহ্ ও এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শম্ভু রায়, রিপন পাল, ইকবাল হোসেন, হারুনুর রশিদ, আবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এতে রাজনীতিক ও সামাজিক অঙ্গণের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সংবর্ধনা ও আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথি ও দর্শকবৃন্দ।
উল্লেখ্য, ইতালির বোলজানো প্রদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজান শাহ্ বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ৯৭ ব্যাচের শিক্ষার্থী এবং সাবেক ছাত্রলীগ নেতা। এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম লালমাই উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।