ডেস্ক রিপোর্ট: ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে ধানের শীষ নিয়ে লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন ঢাকার সাবেক মেয়র সাদেক খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
শনিবার সন্ধ্যায় পৌনে ৭ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিকেলে বিএনপির মনোনয়ন বোর্ডের সদস্যরা বৈঠকে বসেন। বৈঠক শেষে মেয়র পদে তিন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎ নেন তারা। এ সময় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপে যুক্ত হয়ে দুই প্রার্থীকে পরামর্শ দেন।
গত শুক্রবার ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়নপত্র জমা দেন বিএনপির তিন নেতা। তারা হলেন বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, তাবিথ আওয়াল ও ইশরাক হোসেন।
উল্লেখ্যে, আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ঢাকার দুই সিটিতেই সবকেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে।