ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষকদের বেতন ও সম্মান বৃদ্ধি করেছে সরকার। আগে প্রাথমিক শিক্ষার্থীদের ছেঁড়া ও পুরানো বই দেয়া হতো। মাধ্যমিকে বিনা মূল্যে বই দেয়া হতো না। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসেই সব শিশুদের বিনা মূল্যে বছরের প্রথম দিনে নতুন বই দেয়া শুরু করেছে। আজ ৩১ ডিসেম্বর সকালে গণভবনে ২০২০ শিক্ষাবর্ষের জন্য বিনা মূল্যে বই উৎসবের উদ্বোধন ও প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে বক্তৃতাকালে কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনসহ মন্ত্রণালয়ের সচিবরা ও শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতি একান্তভাবে প্রয়োজন। একাত্তরের লাখো মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে বুকের রক্ত দিয়েছেন শহীদদের সেই রক্ত ব্যর্থ হতে দেয়া যাবে না।
দেশ স্বাধীনের পরপরই জাতির পিতা ৩৭ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছিলেন।
শিশুদের ওপর শুধু বই পড়া চাপিয়ে দেয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, পড় পড় করলেই পড়তে ইচ্ছে করে না। শুধু পাঠ্যবইয়ের পড়া শিখলেই হবে না। হাতে কলমে শিখতে হবে। খেলাধুলা ও সৃংস্কৃতির ওপর জোর দিচ্ছে সরকার।
পিইসি পরীক্ষা চালুর ফলে শিশুদের পরীক্ষাভীতি দূর হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।