ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন সিদ্ধান্ত নিয়েছে ভয়েস কল রেট কমানো হবে। তবে এই সুবিধা সবাই পাচ্ছেন না। শুধুমাত্র আন্তর্জাতিক ভয়েস কলের ক্ষেত্রে কল রেট কমানো হবে ৬৫ শতাংশ। জানা গেছে, এখন বিভিন্ন মোবাইল এপ যেমন ম্যাসেঞ্জার, হোয়াটসএপ, ভাইবার ইত্যাদির মাধ্যমে খুব সহজেই ইন্টারনেটের মাধ্যমে বিদেশে কথা বলা যায়। ফলশ্রুতিতে কমে গেছে বিদেশে সরাসরি ফোন কল। এহেন পরিস্থিতিতে কলরেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি।
বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, আইজিডব্লিউ অপারেটরদের ফোরামের (আইওএফ) একটি প্রস্তাবের পর সম্প্রতি এক বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এমন সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে আন্তর্জাতিক ভয়েস কল কমিয়ে দেয়ার জন্য ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডব্লিউ) অপারেটররা দায়ী বলে মনে করা হচ্ছে। ইন্টারন্যাশনাল লং ডিসট্যান্স টেলিকমিউনিকেশনন্স সার্ভিসেস (এলডিটিএস) পলিসি- ২০০৭ এর আলোকে সব মোবাইল অপারেটরকে আন্তর্জাতিক কল আদান-প্রদান অবশ্যই আইজিডব্লিউ অপারেটরের মাধ্যমে করতে হবে।