শাহ নুরুল আলম: ১ জানুয়ারি লাকসামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠা বাষিকী শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকালে উত্তর বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ে লাকসাম উপজেলা, পৌরসভা ও ন.ফ সরকারি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ আবুল হাসেম মানু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং যুগ্ন-আহবায়ক মোঃ আবদুর রহমান বাদল, সদস্য সচিব হাজী এসএম তাজুল ইসলাম খোকন, যুগ্ন-আহবায়ক আলহাজ¦ নূর হোসেন চেয়ারম্যান, মো. শাহ আলম, সিরাজুল ইসলাম, পৌর বিএনপির ১নং যুগ্ন-আহবায়ক আবু আবুল হোসেন মিলন, সদস্য সচিব মো. গোলাম ফারুক, যুগ্ন-আহবায়ক মো. গোলাম মোস্তফা, মনিরুজ্জামান মনির, আমির হোসেন আমির, মো. আব্দুল হক, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিশ^তম সাহা বিশু, বর্তমান সাধারণ সম্পাদক আনিছুর রহমান দুলাল, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক ভূঁইয়া মিল্টন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কাসেম গাদ্দাফী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল মমিন লিটন, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন রুবেল, লাকসাম পৌরসভা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আলী হায়দার মামুন, সাবেক সহ-সভাপতি মো. ওমর ফারুক, সায়েদ সামস, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. মির্জা সালাউদ্দিন আকবর বায়েজিদ, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আলাউদ্দিন সুমন, সাবেক যুগ্ন সম্পাদক নাজমুল হাসান রনি, সাবেক যুগ্ন-আহবায়ক মো. জাহিদ, পৌর ছাত্রদলের বর্তমান সভাপতি মো. নূরে আলম মিন্টু, সিঃ সহ-সভাপতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন রিপন, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ খসরু, ন.ফ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. ইয়াছিন ফাহাদ, ছাত্রদল নেতা তারেক আজিজ, মহি উদ্দিন, মোঃ সাগর, রাসেল, নাসির উদ্দিন, সাইমুন ইসলাম, মো. মানিক, আরিফ ব্যাপারী, মাসুদ আলম, রেজাউল, আঃ রহিম, সাখাওয়াত হোসেন, আলী হোসেন, মো. সোহাগ প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের সাংগঠনিক নেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনায় এবং দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সাথে কুমিল্লা-৯ লাকসাম-মনোহরগঞ্জ আসনের বিএনপির শীর্ষ কেন্দ্রীয় দু’নেতা জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অবঃ) এম. আনোয়ারুল আজিম ও জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালামের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল ঐক্যবদ্ধ আছে এবং থাকবে বলে ঘোষণা দেয়া। ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে লাকসাম উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা সবকটি ওয়ার্ডের ছাত্রদলের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।