ডেস্ক রিপোর্ট: বিদায়ী বছরে (২০১৯) ধর্ষণের শিকার হয়েছে ৯০২ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩৫৬ জন। হত্যা করা হয়েছে ২৬৬ জন্য। এছাড়া সড়ক দুর্ঘটনা এবং পানিতে মারা গেছে ৯৮৬ জন্য। এ তথ্য তুলে ধরেছে মানুষের জন্য ফাউন্ডেশন।
৮টি দৈনিকে প্রকাশিত রিপোর্ট বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। এতে বলা হয়েছে সবচেয়ে বেশি ধর্ষণের শিকার হয়েছে ১৩ থেকে ১৮ বছর বয়সী শিশুরাই। মোট ধর্ষণের ৪৮ শতাংশই ১৩ থেকে ১৮ বছর বয়সী। বেশি ধর্ষণের শিকার হয়েছে ঢাকা ও এর আশেপাশের জেলায়। এছাড়া আগের বছরের তুলনায় বেড়েছে হত্যা অপহরণ ও যৌন নির্যাতনের পরিমাণও। বিচারহীনতা, সামাজিক অবক্ষয় এবং পারিবারিক দ্বন্দের কারণে শিশু নির্যাতনের পরিমাণ বাড়ছে মনে করে সংগঠনটি।