স্টাফ রিপোর্টার: কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আঞ্চলিক ফাইনালে লাকসাম উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে লাকসাম শেখ রাসেল মিনি স্টেডিয়ামে লালমাই উপজেলা দলকে ৩-২ গোলে পরাজিত করে লাকসাম উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন। আঞ্চলিক ফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম সাইফুল আলম, লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছির আরাফাত, লাকসাম উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, ক্রীড়া ব্যক্তিত্ব অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা প্রমূখ।
কুমিল্লা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অপর আঞ্চলিক ফাইনালে দাউদকান্দি উপজেলা দল চ্যাম্পিয়ন হয়। সহসা কুমিল্লা স্টেডিয়ামে চূড়ান্ত ফাইনালে লাকসাম উপজেলা বনাম দাউদকান্দি উপজেলা দল প্রতিদ্বন্দ্বিতা করবে।