মাসুদুর রহমান: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’- এ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার লাকসামে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত সভায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ নুরুল হক মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শরীফ মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি ও লাকসাম প্রেসক্লাবের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা সমবায় কর্মকর্তা শাহজাহান মিয়া প্রমুখ।
সভায় ২০১৯-২০ অর্থ বছরের বাজেট পেশ করেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের হিসাব রক্ষক মোঃ মাইন উদ্দিন চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের প্রাক্তণ পরিদর্শক মোঃ আবুল কাশেম ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন। সভায় সাংবাদিক এমএ বাশার খাঁন সহ উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।