এস.আই সুজন: ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের পক্ষ থেকে ৪র্থ ধাপে মনোহরগঞ্জ উপজেলার হাওরা গ্রামের ‘হাওরা ইসলামিয়া এতিমখানা ও মাদ্রাসায়’ এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, এতিমখানার শিক্ষকমণ্ডলী, সংগঠন এর কোষাধ্যক্ষ শামীম আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সদস্য ফারুক আহমেদ, কবির আহমেদ, রাসেল আহমেদ সহ প্রমুখ।
এ সময় সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন- প্রতিষ্ঠার পর থেকে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশন স্বেচ্ছায় রক্তদান সহ মানবিক কাজে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। চলতি শীত মৌসুমে বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে মনোহরগঞ্জ উপজেলার হাওরা গ্রামের ‘হাওরা ইসলামিয়া এতিমখানা ও মাদ্রসায়’ বিপুল সংখ্যক শীতার্ত এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সামাজিক-স্বেচ্ছাসেবী কর্মকান্ডে সংগঠনটির পথচলা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ১০, ১২ ও ১৪ ই জানুয়ারি সংগঠন এর পক্ষ থেকে দৌলতগঞ্জ এতিমখানা, নওয়াব ফয়জুন্নেছা হাউজ এবং কোঁয়ার গ্রামে শীতবস্ত্র বিতরণ করা হয়।