বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বাণিজ্যিক সম্প্রচার শুরু করলো দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল। বুধবার (০২ অক্টোবর) দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এ সময় শেখ হাসিনা বলেন, অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগে নতুন মাত্রা যোগ করেছে এ স্যাটেলাইট।
উন্নয়ন প্রকল্পের প্রতিটি পয়সা যাতে জনগণের জন্যই ব্যয় হয় সে ব্যাপারে সরকার সচেষ্ট উল্লেখ করে তিনি আরও বলেন, দুর্নীতিবাজ দলীয় লোক বা আত্মীয় হলেও ছাড় পাবে না।
মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হয় গত বছর। সেই থেকেই স্যাটেলাইট ক্লাবের গর্বিত সদস্য বাংলাদেশ।
এবার এ স্যাটেলাইটের বাণিজ্যিক যাত্রা। উৎক্ষেপণের এক বছরের মাথায় অংশীজনদের নিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বেসরকারি টেলিভিশনসমূহ সম্প্রচারের এ উদ্বোধনী আয়োজন। ৩৪টি টেলিভিশনের সম্প্রচারের শুভ সূচনার মাধ্যমে এ ঐতিহাসিক যাত্রার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।