শাহ নুরুল আলম: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে লাকসাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ নুর উল্লাহ রায়হান ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার এর যৌথ উদ্যোগে রোববার বাদ আছর লাকসাম উত্তর বাজার জামে মসজিদে দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন, লাকসাম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ¦ নুরুন নবী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ছলিম উল্লাহ, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক যথাক্রমে এম. এয়াছিন আলী, মোঃ মনির আহমেদ, নাহিদুল ইসলাম বাদল, পৌর যুবদলের সভাপতি মাহবুবুর রহমান মানিক, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি মাসুদ রানা বেলাল, যুবদল নেতা মোঃ আলী হোসেন, আবুল খায়ের, উপজেলা ছাত্রদল নেতা মোঃ ফয়সাল, মোস্তফা কামাল মুন্না, মোঃ নুরুন নবী মহসিন প্রমুখ। মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর বাজার জামে মসজিদের খতিব মাও. মহি উদ্দিন। মুনাজাতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।