এবার বনানীর চাইনিজ রেস্টুরেন্ট নিউ ড্রাগন থেকে ক্যাসিনোর সামগ্রী উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ( ২ অক্টোবর) দুপুরে ওই রেস্টুরেন্ট থেকে হংকং ও ম্যাকাওয়ের একটি গ্যাম্বলিং মেশিন ‘মাহাজং’ জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদ ছিল ঢাকার বনানীর নিউ ড্রাগন চাইনিজ রেস্টুরেন্টে হংকং ও ম্যাকাও এর ক্যাসিনোর বিখ্যাত গ্যাম্বলিং মেশিন- ‘মাহাজং’ ব্যবহৃত হয়।
এরপরই দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান ও শামীমা আক্তারের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি গোয়েন্দা দল অভিযান চালায়। শুল্ক গোয়েন্দার অনুসন্ধানে দেখা যায়, আমদানিকারক নিনাদ ট্রেড ইন্টারন্যাশনাল চায়না হতে ২০১৮ সনের জুলাই মাসে ২০টি কার্টুনে সাত সেট ক্যাসিনো খেলার মাহাজং মেশিন আমদানি করে।