স্টাফ রিপোর্টার: নাঙ্গলকোটের ঢালুয়া ইউনিয়ন নিকাহ্ রেজিষ্টার মাওলানা নুরুল আলম ভূঁইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার সকালে ঢালুয়া-বক্সগঞ্জ সড়কের মগুয়া সাইনবোর্ড এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ সমবেশে বক্তব্য রাখেন, ডা: নুরুল হক, আওয়ামীলীগ নেতা সায়েদুল হক, আব্দুল গফুর, দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা আল আমিন, সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি দিদারুল ইসলাম, ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন আরমান, ডা: রুহুল আমিন, স্থানীয় মসজিদ কমিটির সেক্রেটারি আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে পার্টি দেয়ার জন্য এলাকার কয়েকজন চিহিৃত সন্ত্রাসী মগুয়া গ্রামের কাজী মাওলানা নুরুল আলমের কাছে চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদা না দেয়ায় মগুয়া গ্রামের মাস্টার জাফর, ফরিদ, ভট্টু, সৌরভ, আব্দুল মান্নান, লিয়ন হোসেন, নেছার উদ্দিন গত শনিবার (২২ ফেব্রুয়ারী) প্রকাশ্য দিবালোকে নুরুল আলমকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এছাড়া এসব সন্ত্রাসী গত ২০ ফেব্রুয়ারী চাঁদা না দেয়ায় মগুয়া গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় নারী ও শিশুসহ অন্তঃত ৭জন আহত হয়। বক্তারা এলাকার এসব চিহিৃত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন।