শাহ নুরুল আলম: লাকসামের অন্যতম শিক্ষাপীঠ ঐতিহ্যবাহী আল-আমিন ইনস্টিটিউটে বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির শিক্ষক ও স্কাউটরা স্কুল ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদ্যাপন করে। একইদিন স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয়।
আলোচনা সভায় বক্তব্যকালে স্কুলের প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার বলেন, শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বাংলাদেশকে স্বাধীন না করলে এই ভূখন্ডে আমরা লাল সবুজের পতাকা পেতাম না। আমরা স্বাধীন দেশের নাগরিক আজীবন বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবো।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আবু জাফর মজুমদার, সিনিয়র শিক্ষক ও স্কাউট লিডার মোঃ আসলাম মিয়া, শিক্ষক তাহেরুল ইসলাম, মাষ্টার রুহুল আমিন প্রমুখ।