ফারুক আল শারাহ: লাকসামের সাড়া জাগানো সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের মানবিকতায় পাবনা থেকে হারিয়ে যাওয়া ৭৫ বছর বয়সী বৃদ্ধ ১৪দিন পর আজ বুধবার স্বজনদের কাছে ফিরেছে। ওই বৃদ্ধের নাম নুরুল ইসলাম প্রামাণিক। তিনি পাবনা জেলার ফরিদপুর উপজেলার ক্ষেতরাবাগান গ্রামের মৃত সিরাজ প্রামাণিকের ছেলে।
জানা যায়, গত ৪ মার্চ পাবনা থেকে হারিয়ে যাওয়া বৃদ্ধ নুরুল প্রামাণিক অনেকটা মুমুর্ষ অবস্থায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। পরিবার-পরিজন ছাড়া হাসপাতালের বারান্দায় শুয়ে শুয়ে তিনি মৃত্যুর প্রহর গুনছিলেন। এ খবর পেয়ে সোমবার তার পাশে দাঁড়ান ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী। অনেকটা অযতেœ-অবহেলায় থাকা ওই বৃদ্ধের শরীর থেকে দুর্গন্ধ ছড়াতে দেখে মুহুর্তের মধ্যে নতুন পোশাক ও ডেটল সাবান নিয়ে আসা হয়। বাপ্পী রবিউল ও নাসিমা নামক আরো দুই শুভাকাঙ্খীর সহায়তায় ওই বৃদ্ধকে স্ট্রেচারে করে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নিচে এনে গরম পানি দিয়ে পরম যতেœ গোসল করিয়ে জামা কাপড় পড়িয়ে দেন। পরে শুভাকাঙ্খী নাসিমা আক্তার নিজ হাতে ওই বৃদ্ধকে খাইয়ে দেন। ভিক্টোরি অব হিউম্যানিটির এ মানবিকতা সকলের নজর কাঁড়ে। অনেকে এমন মহৎ কাজের প্রশংসা করেন।
ভিক্টোরি অব হিউম্যানিটির সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী বলেন, হাসপাতালে অজ্ঞাত লোকটি অযতেœ-অবহেলায় থাকার কথা জানতে পেরে মুহুর্তের মধ্যে ছুটে আসি। এ বৃদ্ধ মানুষটি আমাদের কারো বাবা কিংবা নিকটাত্মীয় হতে পারতো- এ দায়বদ্ধতা থেকে তাঁর পাশে দাঁড়িয়েছি। এমন একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।
তিনি আরো জানান, ওই বৃদ্ধের বাড়িতে খবরটি পৌঁছালে আজ বুধবার তার ছোট ভাই সেলিম প্রামাণিক ও ভাতিজা নুরুল প্রামাণিক লাকসাম আসে। ভিক্টোরি অব হিউম্যানিটির সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী সহকর্মীদের সাথে নিয়ে ওই বৃদ্ধকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। পরে তাদেরকে লাকসাম রেলওয়ে জংশন নিয়ে ট্রেনে উঠিয়ে দেন।