স্টাফ রিপোর্টার: কুমিল্লার নাঙ্গলকোটের বটতলী ইউপি চেয়ারম্যান এন.কে.এম সিরাজুল আলমের নিজস্ব অর্থায়নে ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মাস্ক, জীবাণুনাশক সাবান ও লিকুইড বিতরণ করা হয়েছে। সোমবার তিনি ইউনিয়নের বটতলী গ্রামে এ কার্যক্রম পরিচালনা করেন। গত ১৭ মার্চ থেকে এ সেবা দিয়ে আসছেন তিনি। এছাড়া ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা ও বাজার গুলোতে জনসাধারণকে জীবাণু মুক্ত রাখতে বেসিন বসিয়ে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন চেয়ারম্যান।
মাস্ক, জীবাণুনাশক সাবান ও লিকুইড বিতরণ কালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বটতলী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি লোকমান হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য মামুনুর রশিদ মামুন, ইউপি সদস্য জয়নাল আবেদীন মোল্লা, ইউনিয়ন যুবলীগ সহসভাপতি আনিসুর রহমান স¤্রাট, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহ নেওয়াজ, ছাত্রলীগ নেতা সোহাগ, আরিফ, পলাশ, ই¯্রাফিল হোসেন প্রমুখ।