কেফায়েত উল্লাহ মিয়াজী: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার কর্মহীন ৬শ’ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাল, আলু ও তেল। গতকাল মঙ্গলবার পৌর মেয়র আবদুল মালেকের সার্বিক তত্ত্বাবধানে গাড়িযোগে কর্মহীন পরিবারের বাড়িতে খাবারের প্যাকেট পৌঁছে দেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
খাদ্যদ্রব্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিল্টন বিশ্বাস, পৌর মেয়র আবদুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, পৌর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন, এমরান বাহার, সাদেক হোসেন, প্রকৌশলী বিভাগের অফিস সহকারী সহেল চৌধুরী প্রমুখ।