শাহ নুরুল আলম: আজ বুধবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির নির্দেশনায় লাকসাম পৌর এলাকার ৫নং ওয়ার্ড (উত্তর পশ্চিমগাঁও) এলাকার প্রতিটি মহল্লায় অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম।
তিনি ওয়ার্ডের গরীব, দুস্থ ও নিম্নআয়ের মানুষদের মাঝে বিনামূল্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লাকসাম পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক হিরু মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্ আলম, লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক মোঃ ছায়েদুল হক লিটন-সহ নেতৃবৃন্দ।
৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহআলম বলেন-এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল এমপির নির্দেশে আমার এলাকায় ৫নং ওয়ার্ডে প্রতিটি মহল্লার নেতৃবৃন্দসহ আমি বাড়িতে বাড়িতে গিয়ে গরীব ও অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। তিনি এলাকার বিত্তবানদেন এগিয়ে আসার আহবান জানান।