ডেস্ক রিপোর্ট: গরিবদের সহায়তায় নিজের বেতনের পুরো টাকা ও বৈশাখী ভাতা দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের ইউএনও মমতাজ বেগম। তার এই টাকায় গরিবদের খাদ্যসামগ্রী দেয়া হবে।
নারায়ণগঞ্জের ডিসির দান তহবিলে এক মাসের টাকা ও বৈশাখী ভাতা পৌঁছে দেন তিনি। বিষয়টি ইউএনও নিজেই নিশ্চিত করেছেন।
ইউএনও মমতাজ বলেন, করোনাভাইরাসের কারণে নিম্ন আয়ের যেসব মানুষ বের হতে পারছে না, বিত্তবানদের তাদের পাশে দাঁড়াতে হবে। এছাড়া সবার ঘরে খাদ্য পৌঁছানোর জন্য উপজেলা প্রশাসন কাজ করছে।
নারায়ণগঞ্জের ডিসি জসিম উদ্দিন বলেন, করোনা মোকাবিলায় সব কর্মকর্তা বৈশাখী ভাতা ও একদিনের বেতন দিয়েছেন। আমি নিজেও দিয়েছি। কিন্তু ইউএনও মমতাজ বেগম এক মাসের বেতন ও বৈশাখী ভাতা দেন।