ফারুক আল শারাহ: কুমিল্লার মনোহরগঞ্জের মজিবুর রহমান মজু (৪৭) নামক এক প্রবাসী ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …………রাজিউন)। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত আনুমানিক ১০ ঘটিকায় তিনি মিলানো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা যায়, উপজেলার উত্তরহাওলা ইউনিয়নের হাতিমারা চেয়ারম্যান বাড়ির আহমদ উল্লাহর ছেলে মজিবুর রহমান মজু প্রায় ১৬/১৭ বছর আগে পরিবারের ভাগ্য বদলের উদ্দেশ্যে চাকুরির সন্ধানে ইউরোপের দেশ ইতালিতে যায়। তিনি স্ত্রী, একমাত্র ছেলে ও দুই মেয়েকে নিয়ে মিলানো এলাকায় বসবাস করতেন।
সাম্প্রতিক ইতালিতে করোনাভাইরাসের ভয়াবহতা শুরু হলে মজু আক্রান্ত হয়ে বাসায় কোয়ারেন্টাইনে থাকেন। শারীরীক অবস্থা দিনদিন অবনতির দিকে ধাবিত হতে থাকলে ১২/১৩ দিন পূর্বে তাকে মিলানো শহরের সান পাওলো নামক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থা ক্রমাগত অবনতির দিকে ধাবিত হতে থাকলে ৭/৮দিন আগে তাকে আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। অবশেষে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে ইতালি অবস্থানরত পরিবার, প্রবাসী বাঙালি ও দেশে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
মনোহরগঞ্জের উত্তরহাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হিরণ প্রবাসী মজিবুর রহমান মজু ইতালিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেন।