কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের বাঙ্গড্ডা ইউনিয়নের করোনা দুর্যোগে গৃহবন্দী দুস্থ, আসহায়, অসচ্ছল, কর্মহীন শ্রমজীবী মানুষের খাদ্য সংকট মোকাবেলায় ২ শত ৫০ পরিবারকে চাল, আটা, আলু, ডাল, তৈলসহ খাদ্য সামগ্রী প্রদান করেন এশিয়া কালেকশন লিমিটেড এর চেয়ারম্যান ওই ইউনিয়নের পরিকোট গ্রামের আলহাজ্ব হুমায়ুন কবির। গত শনিবার পরিকোট র্যাসিম ইন্টারন্যাশনাল স্কুল মাঠে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোটের সহকারী স্বাস্থ্য পরিদর্শক জসিম উদ্দিন, ইউপি সদস্য মো: ইস্রাফিল, মাস্টার রুহুল আমিন, সমাজ সেবক ছলে আহম্মদ, আকবর হোসেন মানিক, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মীর হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক হাসান কবিরাজ প্রমুখ।