স্টাফ রিপোর্টার: করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী মানুষ। এতে অনেকেই চরম দুঃখ-কষ্টে দিনাতিপাত করছে। তেমনি নাঙ্গলকোট উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের গরীব, অসহায় ও শ্রমজীবী মানুষদের উপার্জন না থাকায় অনেককে চরম দুঃখ-কষ্টে জীবন-যাপন করতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও তেমন সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন না। শেষপর্যন্ত এলাকার সমস্যাগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন সৌদি আরব প্রবাসী মিজান গাজী। তিনি গ্রামের সুবিধাবঞ্চিত প্রায় একশত পরিবারের তালিকা তৈরি করে সকলের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। তার সহযোগিতা পেয়ে এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের মুখে হাসি ফুটে উঠে। চলমান দূর্যোগপূর্ণ মুহুর্তে তিনি অসহায়দের পাশে এগিয়ে আসায় এলাকায় বেশ প্রশংসিত হয়েছেন।
সৌদি আরব প্রবাসী মিজান গাজী বলেন, বর্তমানে বিশ্বজুড়ে করোনা ভাইরাসে অনেক মানুষকে অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে। প্রবাসে থাকলেও সবসময় নিজ গ্রামের কথা মনে পড়ে। বর্তমান সময়ে গ্রামের গরীব, অসহায় ও শ্রমজীবি মানুষরা অনেক কষ্টে জীবন-যাপন করছে বলে জানতে পারি। মানবিক দিক বিবেচনায় তাদের মাঝে কিছু খাদ্যসামগ্রী বিতরণ করেছি। ভবিষ্যতে যাতে আরো বৃহৎ পরিসরে মানুষকে সহযোগিতা করতে এজন্য এলাকার সকলের কাছে দোয়া চাই।