কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদারের ব্যক্তিগত অর্থায়ন, সরকারী ও উপজেলা চেয়ারম্যানের সহযোগীতায় প্রায় ৭ শ’ পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। এছাড়া, তিনি ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে মাস্ক, জীবাণুনাশক সাবান ও লিকুইড বিতরণ করেছেন। গতকাল বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও গত কয়েকদিন যাবৎ বাড়ী-বাড়ী গিয়ে খাদ্যসামগ্রী ও জীবাণুনাশক বিতরণ করেন তিনি। এছাড়া ইউনিয়নের প্রায় প্রত্যেকটি গ্রামে ও বাজারে করোনাভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে ছিটানোর ব্যবস্থা ও বাজার গুলোতে জনসাধারণকে জীবাণু মুক্ত রাখতে বেসিন বসিয়ে জীবাণুনাশক দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন চেয়ারম্যান।
খাদ্যসামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন রায়কোট উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম মজুমদার, ইউপি সচিব গরীব নেওয়াজ, ইউপি সদস্য শাহেনা বেগম, মুর্শিদা বেগম, আয়শা সিদ্দিকা, নুরুল ইসলাম, মো: মোস্তফা, জামাল উদ্দিন মোল্লা, নুরুল হক হাজারী, মাহবুবুল হক প্রমুখ।
বিতরণে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার কমরুল হাসান রনি।